বঙ্গোপসাগর চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে কংকর বোঝাই দুইটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে।
ডুবে যাওয়া জাহাজ দুটি হচ্ছে এমভি হাজী কায়েস এবং এমভি অলিম্পিক- ২। তবে জাহাজ দুটির নাবিকরা নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছে বলে বন্দর সূত্র দাবী করে।
সোমবার ১২ জুন বিকেলে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১১ জনকে উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, সাগর উত্তাল থাকায় ঢেউয়ে তোপে পড়ে বেড়ি বাধেঁ আটকা পড়েছে আরো দুটি জাহাজ।
এখনো উদ্ধার তৎপরতা চলছে বলে নিশ্চিত করেছেন বন্দর সচিব ওমর ফারুক।
আজকের বাজার: আরআর/ ১২ জুন ২০১৭