চট্টগ্রাম, ২৪ অক্টোবর (ইউএনবি)- কয়েক দিনের টানা ভারী বৃষ্টি ও নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পণ্য খালাস চার দিন বন্ধ থাকার পর শনিবার থেকে এ কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
বন্দর সূত্র জানায়, বহির্নোঙরে অপেক্ষমাণ ৫৪ জাহাজে পণ্য খালাস শুরু হয়েছে। এসব জাহাজে প্রায় ১০ লাখ টন পণ্য রয়েছে।
এছাড়া, নৌযান ধর্মঘটের কারণে কার্গো জাহাজে আছে প্রায় ১১ লাখ টন পণ্য। এখন ধর্মঘট প্রত্যাহারের পর বৈরী আবহাওয়ার কারণে এগুলো গন্তব্যে যাত্রা করতে পারছে না। সেই সাথে ঝুঁকি নিয়ে কোনো কার্গো জাহাজে বহির্নোঙর থেকে পণ্যবোঝাইও হয়নি। ফলে এসব জাহাজকে প্রতিদিন ১০ থেকে ১২ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে হচ্ছে।
পণ্য আমদানিকারক ব্যবসায়ীরা জানান, যেসব জাহাজ আটকে আছে সেগুলোতে প্রায় চার লাখ টন গম, ভুট্টা ও ছোলা, দেড় লাখ টন পশু খাদ্য ছাড়াও নানা কারাখানার পণ্য উৎপাদনের কাঁচামাল আছে। জাহাজ থেকে নামানোর পর এসব পণ্য দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করার কথা ছিল। কিন্তু গত সোমবার রাত ১২টা থেকে শ্রমিকরা ধর্মঘটের ডাক দিলে গভীর সমুদ্রে দাঁড়িয়ে থাকা বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়।