চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) পরীক্ষায় আরও চারজনের শরীরে করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।
আক্রান্তদের মধ্যে তিনজন নোয়াখালীর লক্ষ্মীপুরের, একজন (নারী) চট্টগ্রামের মীরসরাই এলাকার।
শনিবার রাতে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, ২৪ ঘণ্টায় ১২২ জনের করোনা পরীক্ষায় চারজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এনিয়ে ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে এখন পর্যন্ত ১৩৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে চট্টগ্রামে ৩৫ জনসহ এ পর্যন্ত মোট ৬০ জন রোগী শনাক্ত হয়েছে।