চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের কর্তব্যতরত চিকিৎসক, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের আহব্বায়ক ফজলে রাব্বি ও দর্শন বিভাগের ছাত্র শফিউল মিনহাজকে মারধরের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ওপর এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার ১৬ মে দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আলী আজগর চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় চবি উপচার্য তার নির্বাহী ক্ষমতাবলে ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করেছেন।
বহিষ্কৃতরা হলেন- ফিন্যান্স বিভাগের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী ওলিদুর রহমান, ইংরেজি বিভাগের ২০১৪-১৫ সেশনের তাসনিম শিকদার, সংগীত বিভাগের ২০১৬-১৭ সেশনের শাহরিয়ার চৌধুরি ইমন, একই সেশনের ইতিহাস বিভাগের শাহরাজ চৌধুরী, দর্শন বিভাগের মাহমুদ হাসান ও নৃ-বিজ্ঞান বিভাগের জিয়াউর রহমান হক মজুমদার।
প্রসঙ্গত, গত ১০ মার্চ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে কর্তব্যতরত এক চিকিৎসককে মারধরের ঘটনায় ওয়ালিদুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া ১৯ এপ্রিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের আহব্বায়ক ফজলে রাব্বিকে মারধরের ঘটনায় তাসনিম শিকদারকে ৬ মাসের ও একই দিনে শফিউল মিনহাজকে মারধরের ঘটনায় শাহরিয়ার চৌধুরি ইমন, শাহরাজ চৌধুরী, মাহমুদ হাসান ও জিয়াউর রহমান হক মজুমদারকে ৬ মাসের জন্য বহিষ্কার করেছে।
আজকের বাজার: আরআর/ ১৬ মে ২০১৭