২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাস করেছে ৬২ দশমিক ৭৩ শতাংশ শিক্ষার্থী। গতবারের তুলনায় পাশের হার কিছুটা বেড়েছে। এ বছর জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৬১৩ জন।
বৃহস্পতিবার (১৯ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো.মাহবুব হাসান এ তথ্য জানান।
তিনি জানান, এইচএসসিতে এবছর পাসের হার ৬২ দশমিক ৭২ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৩ দশমিক ১১ শতাংশ। মানবিকে ৫১ দশমিক ৬৯ শতাংশ। ব্যবসা শিক্ষা বিভাগে ৬৮ দশমিক ০১ শতাংশ।
শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আছে নগরীসহ, চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পাবর্ত্য জেলার ২৫৩ শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে ৪৮ হাজার ১১ জন ছাত্র ও ৪৯ হাজার ৬৭৩ জন ছাত্রী। এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৯৬ হাজার আটশ’ ৫৮ জন পরীক্ষার্থী। পাস করেছে ৬০ হাজার সাতশ’৫৫ জন। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ছয়শ’১৩ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল এক হাজার তিনশ’৯১ জন।
বিজ্ঞান বিভাগ থেকে এবছর অংশ নেয় ২০ হাজার ছয়শ’৫৪ শিক্ষার্থী। ছাত্র ১১ হাজার ছয়শ’৭৯ ও ছাত্রী ৮ হাজার নয়শ’৭৫ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অংশ নেয় ৩৮ হাজার আটশ’ ৩৬ জন। ছাত্র ২১ হাজার দুইশ’৩১ ও ছাত্রী ১৭ হাজার ছয়শ’ পাঁচজন। মানবিক বিভাগ থেকে অংশ নেয় ৩৮ হাজার ১৮৬ জন।ছাত্র ১৫ হাজার একশ’ এক ও ছাত্রী ২৩ হাজার ৮৫ জন।
আরএম/