ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কুমিরায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন চালকসহ দুই ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৫ মে) ভোর সাড়ে ছয়টার দিকে গুল আহমেদ জুট মিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের একজনের হলেন গাড়ি চালক আরিফ (৪৫)। তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা এলাকায়। তবে নিহত অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি করে বলেন, ‘ভোরে দুটি ট্রাক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে মহানগরে আসছিল। এর মধ্যে একটি ছোট ও অপরটি বড় ট্রাক। কুমিরার গুল আহমেদ জুট মিল এলাকায় ছোট ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বড় ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়।’
জসিম উদ্দিন আরও জানান, ঘটনাস্থলেই দুর্ঘটনাকবলিত ট্রাকের চালকসহ অজ্ঞাত একজন নিহত হন।
আজকের বাজার/লাবনী