চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৬ নং সাধারণ ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর হাজী জাহাঙ্গীর আলম চৌধুরীর আজ শপথ গ্রহণ করেন।
বৃহস্পতিবার (১০ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর অফিস কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন শপথ বাক্য পাঠ করান।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান এবং মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৫ সালের ৬ মে নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।
পরবর্তীতে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৬ নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হাবিবুল হকের মৃত্যুজনিত কারণে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ধারা ১৫ (ঙ) মোতাবেক উক্ত কাউন্সিলর পদটি শূন্য ঘোষণা করা হয়।
ঘোষণাকৃত শূন্য পদে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ধারা ১৬ অনুযায়ী উপ-নির্বাচনে হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচিত হন।
আরজেড/