ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। এতে সিলেট-চট্টগ্রাম রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে সকাল সোয়া ৭টায় ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
আখাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. খলিলুর রহমান জানান, সকাল সাড়ে ১০টায় উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। লাইনচ্যুত বগির ট্রেনটি সাড়ে ১১ টায় চট্টগ্রামের উদ্দেশ্যে আখাউড়া স্টেশন ছেড়েছে।
তিনি আরো জানান, শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে ঢোকার মুহূর্তে দুটি বগির মাঝখানের যন্ত্রাংশ ভেঙে মালবাহী বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। তবে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় চট্রগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। তাৎক্ষণিক খবর পেয়ে সংশ্লিষ্ট লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।
আজকের বাজার/এমএইচ