চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ৬৯ হাজার ৩১১ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন নৌকার প্রার্থী মোসলেম উদ্দিন আহমদ।
সোমবার রাতে নগরের জিমনেশিয়াম মাঠের অস্থায়ী কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান।
১৭০টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে মোসলেম উদ্দিন আহমদ পেয়েছেন ৮৭ হাজার ২৪৬ ভোট। এছাড়া বিএনপির প্রার্থী মো. আবু সুফিয়ান ভোট পেয়েছেন ১৭ হাজার ৯৩৫ ভোট।
এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোসলেম উদ্দিন আহমদ ও মো. আবু সুফিয়ানসহ ছয়জন প্রার্থী। এ আসনে ভোটার চার লাখ ৭৪ হাজার ৪৮৫ জন।
২০৯ সালের ৭ নভেম্বর এমপি মাঈনউদ্দিন খান বাদলের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনটি শূন্য হয়। ১ ডিসেম্বর এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
আজকের বাজার/এমএইচ