চট্টগ্রাম-৮ আসনের এমপি হিসেবে শপথ নিলেন মোছলেম

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের মোছলেম উদ্দিন আহমদ এমপি হিসেবে সোমবার শপথ নিয়েছেন। জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তার কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ মাহবুব আরা বেগম গিনি , হুইপ সামশুল হক চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, আবু রেজা মোহাম্মদ নেজানমুদ্দীন নদভী, ওয়াসিকা আয়শা খান, খালেদা খানম এবং চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাসির উদ্দীন উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এ সময় সংসদ সদস্যের নির্বাচনী এলাকার নেতৃবৃন্দ ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদের এমপি ও জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদলের মৃত্যুতে বোয়ালখালী উপজেলা-চান্দগাঁও, পূর্ব ও পশ্চিম ষোলশহর, পাঁচলাইশ, মোহরা নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসনটি শুন্য হয়। গত ১৩ জানুয়ারি এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান