চট্রগ্রামে ইয়াবাসহ ২ ভাই গ্রেফতার

অভিযান চালিয়ে ১৩ লাখ ইয়াবাসহ দুই ভাইকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

চট্রগ্রামের হালিশহরের শিমুলিয়া আবাসিক এলাকে থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মো. আশরাফ (৪৮) ও তার ভাই মো. হাসান (২৪)। তারা পরিবার নিয়ে ওই এলাকায় ভাড়া থাকতেন। তাদের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায়।

নগর ডিবির পরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, টেকনাফ থেকে ইয়াবা এনে বিক্রি করার জন্য বাসায় মজুত করে রেখেছিল। গোপন খবরের ভিত্তিতে শিমুলিয়া আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এসময় ফ্ল্যাটে তিন লাখ ইয়াবা বড়ি পাওয়া যায় এবং বাড়ির গ্যারেজের একটি প্রাইভেটকার থেকে ১০ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

আরজেড/