দুর্যোগ থেকে জানমাল রক্ষার্থে চট্রগ্রামে ৭৩ টি আশ্রয় কেন্দ্র নির্মাণ করার প্রকল্প হাতে নিয়েছে সরকার।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) এবং বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় মাল্টিপারপাস ডিজেস্টার শেল্টার প্রজেক্ট (এমডিএসপি) প্রকল্পটি বাস্তবায়ন করছে।
উপকূলীয় দুর্যোগ প্রবণ বাঁশখালী, আনোয়ারা, সন্দ্বীপসহ চট্টগ্রামের ১৪ উপজেলাতেই এ ধরণের শেল্টার নির্মাণ করা হবে। মূলত দুর্যোগ মোকাবেলার জন্য নির্মিত হলেও এসব আশ্রয়কেন্দ্র স্বাভাবিক সময়ে স্কুলের পাঠদানের জন্য ব্যবহার করা হবে।
প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে চট্টগ্রামের ১৪ উপজেলায় ৭৩টি শেল্টার নির্মাণের প্রাথমিক কাজ শেষ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর। এর জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ৩৭৫ কোটি টাকা। আগামী ২০২১ সাল পর্যন্ত প্রকল্পটির মেয়াদ রয়েছে।
নির্মিতব্য সাইক্লোন শেল্টারগুলোর প্রতিটি রুমের আয়তন হবে ২৯০ থেকে ৩৪২ বর্গমিটার পর্যন্ত। প্রতিটি রুমের ধারণক্ষমতা হবে ১ হাজার ৩০০ জন থেকে ১ হাজার ৫০০ জন। নারী ও পুরুষদের জন্য থাকবে আলাদা টয়লেটের ব্যবস্থা। সেই সঙ্গে গর্ভবতী নারীদের জন্য রাখা হয়েছে আলাদা রুমের ব্যবস্থা। যাতে দুর্যোগকালীন সময়ে তারা স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিতে পারেন। মানুষের পাশাপাশি গবাদি পশুও রাখা যাবে এসব আশ্রয় কেন্দ্রে।
এলজিইডি চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান বলেন, 'দুর্যোগপ্রবণ কোস্টাল এলাকার মানুষের নিরাপত্তা, দুর্যোগে জানমাল রক্ষার পাশাপাশি প্রাইমারি স্কুলগুলোতে পাঠদানের সুবিধা বাড়ানোর লক্ষ্যে বর্তমান সরকার বহুমুখী সাইক্লোন শেল্টার নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছাসে প্রাণ ও সম্পদহানি রোধ করা সম্ভব হবে।'
আজকের বাজার/আরজেড