চট্রগ্রাম পর্বের প্রথম দিনে চার দলের সম্ভব্য একাদশ

দুদিন বিরতি দিয়ে আজ আবার শুরু হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের জমজমাট আসর। ঢাকা পর্ব শেষে এবার শুরুর অপেক্ষা চট্টগ্রাম পর্বের খেলা। যেখানে প্রথম দিনেই মাঠে গড়াচ্ছে দুটি ম্যাচ। দুই ম্যাচে জয়ের জন্য লড়াই করবে চারটি দল।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) প্রথম ম্যাচে দুপুর দেড়টায় খুলনা টাইগার্সের মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রাজশাহী রয়্যালস। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬ টায় সিলেট থান্ডারের মুখোমুখী হবে ঘরের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দুটি ম্যাচটি সরাসরি দেখা যাবে মাছরাঙা ও গাজী টিভিতে।

আসুন দেখে নেই প্রথম ম্যাচের দুদলের সম্ভাব্য একাদশ-

রাজশাহী রয়্যালসের সম্ভাব্য একাদশ : লিটন দাস (উইকেটরক্ষ), হযরতউল্লাহ জাজাই, শোয়েব মালিক, আন্দ্রে রাসেল (অধিনায়ক), রবি বোপারা, আফিফ হোসেন ধ্রুব, অলোক কাপালি, ফরহাদ রেজা, মিনহাজুল আফ্রিদি, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম।

খুলনা টাইগার্সের সম্ভাব্য একাদশ : নাজমুল হোসেন শান্ত, রহমতউল্লাহ গুরবাজ, রাইলি রুশো, মুশফিকুর রহীম (অধিনায়ক), শামসুর রহমান, আমিনুল ইসলাম বিপ্লব, রবি ফ্রাইলিংক, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, মোহাম্মদ আমির ও শহিদুল ইসলাম।

দ্বিতীয় ম্যাচে দুদলের সম্ভাব্য একাদশ- (সন্ধ্যা সাড়ে ৬টা)

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সম্ভাব্য একাদশ : লেন্ডল সিমন্স, আভিস্কা ফার্নান্দো, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাসির হোসেন, রায়ান ব্রার্ল, নুরুল হাসান, রুবেল হোসেন, মুক্তার আলী, কেস্রিক উইলিয়ামস ও মেহেদী হাসান রানা।

সিলেট থান্ডারের সম্ভাব্য একাদশ : জনসন চার্লস, রনি তালুকদার, মনির হোসেন খান, জীবন মেন্ডিস, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), নাজমুল হোসেন মিলন, নাজমুল ইসলাম অপু, নাঈম হাসান, কৃষমার স্যান্তোকি ও এবাদত হোসেন।

আজকের বাজার/আরিফ