বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্বে ঢাকা প্লাটুনের প্রথম ম্যাচে অনিশ্চিত ওপেনার তামিম ইকবাল। জ্বরের কারণে বুধবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ঢাকার ম্যাচে তামিমের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
জ্বরের কারণে দলের সঙ্গে চট্টগ্রাম যানি তামিম। বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান ফিজিও দেবাশিষ সোমবার বলেন, ‘তামিম জ্বরে ভুগছেন। তাই তিনি দলের সঙ্গে চট্টগ্রামে যাননি।’
তিনি আরো বলেন, ‘তামিম হাসপাতালে থাকবেন। তার অবস্থা পর্যবেক্ষণ করে আগামীকাল (মঙ্গলবার) আপডেট দেয়া যাবে।’
বিপিএলের চলতি মৌসুমে প্রথম ম্যাচে হারলেও পরের দুই ম্যাচে টানা দুই জয় নিয়ে পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই চট্টগ্রাম গেছে মাশরাফির দল।
আজকের বাজার/আরিফ