চট্রগ্রাম পর্ব শেষে বিপিএলের পয়েন্ট টেবিল

শেষ হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের চট্টগ্রাম পর্ব। গত ১৭ ডিসেম্বর খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালসের ম্যাচ দিয়ে শুরু হয় এ পর্ব আর শেষ হয় কুমিল্লা ওয়ারিয়র্স ও রাজশাহী রয়্যালসের ম্যাচ দিয়ে। চট্টগ্রাম পর্বে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বিপিএলের এ পর্ব শেষ পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তারা এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলে ৫টিতেই জয় লাভ করেছে। ফলে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি।

চট্টগ্রামের পরেই রয়েছে রাজশাহী রয়্যালস। সর্বশেষ ম্যাচে কুমিল্লাকে হারিয়ে তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ৫ ম্যাচের ৪টিতেই জিতেছে রাজশাহী। তাদের পয়েন্ট সংখ্যা ৮।

এছাড়া তালিকার তৃতীয় স্থানে রয়েছে ঢাকা প্লাটুন। মাশরাফি বাহিনী ৬ ম্যাচে জয় পেয়েছে চারটিতে। রাজশাহীর সমান ৮ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে তালিকার তিন নম্বরে অবস্থান করছে তারা।

পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে রয়েছে খুলনা টাইগার্স। ৫ ম্যাচে মুশফিকদের জয় ৩টিতে। তাদের পয়েন্ট ৬। এছাড়া কুমিল্লা ওয়ারিয়র্স ৬ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। যথাক্রমে ৬ ও ৫ ম্যাচ খেলে সমান এক জয়ে ২ পয়েন্ট নিয়ে সিলেট থান্ডার ও রংপুর রেঞ্জার্সের অবস্থান ষষ্ঠ ও সপ্তম। আগামী ২৭ ডিসেম্বর থেকে আবারও ঢাকায় শুরু হবে টুর্নামেন্টের তৃতীয় পর্ব।

আজকের বাজার/আরিফ