চতুর্থ কার্য দিবসেও সূচকে উত্থান

দেশের উভয় পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবাররেও  উত্থান প্রবণতায় শুরু হয়েছে লেনদেন। যা বেলা সাড়ে ১১টা পর্যন্ত অব্যাহত রয়েছে। এ সময় পর্যন্ত উভয় বাজারের সব সূচক বেড়েছে। বেড়েছে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। তবে টকার পরিমাণে লেনদেন রয়েছে কিছুটা ধীর গতিতে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ  সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই’র দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী,  বেলা সাড়ে ১১টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩০৪ পয়েন্টে।

একঘণ্টায় ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টির দর। এসময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৩৯ কোটি ৩১ লাখ টাকার।

অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৫২৯ পয়েন্টে। একঘণ্টায় সিএসইতে হাত বদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছ ৩৩টির দর। এ সময় পর্যন্ত সিএসইতে ৫ কোটি ৩৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

আজকের বাজার:এসএস/এলকে৬ডিসেম্বর ২০১৭