চতুর্থ বিয়ে করছেন অ্যাঞ্জেলিনা জোলি

ফের বিয়ে করছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, সব গুঞ্জণ পেছনে ফেলে চতুর্থ বারের মতো বিয়ে করতে চলেছেন দর্শক নন্দিত এই অভিনেত্রী। তবে এবার কোনো অভিনেতা নয় এই নায়িকার চতুর্থ বর হতে চলেছেন এক ব্রিটিশ ধনকুবের।

প্রতিবেদনে বলা হয়, কে হতে যাচ্ছেন জোলির স্বামী তার পরিচয় নিয়ে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি। আর বিষয়টি নিয়ে পাপারাৎজিরাও ক্লান্ত হয়ে পড়েছেন জোলির নতুন বরের ঝলক পাবার জন্য।

জানা গেছে, এখন পর্যন্ত নাকি জোলিকে তার সাথে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি। তবে ঘনিষ্ঠদের কাছে জোলি জানিয়েছেন যত শিগগিরই সম্ভব চতুর্থবার বিয়েটা তিনি সেরে ফেলতে চান। তাই ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের যাবতীয় আইনি কর্মকাণ্ড সেরে ফেলতে চাইছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, জোলির বিয়ের ঘটকালি করেছেন হলিউডের আর এক তারকা জর্জ ক্লুনির স্ত্রী আমাল ক্লুনি। তিনিই নাকি জোলির সঙ্গে সেই ব্রিটিশ ব্যক্তির পরিচয় করিয়ে দিয়েছিলেন।

জানা গেছে, জোলির স্বেচ্ছাসেবামূলক কাজের সূত্র ধরেই তাদের দুজনের পরিচয়। আর পরিচয় ক্রমে ঘনিষ্ঠতায় পরিণত হয়েছে।

আজকেরবাজার/এস