স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মালদ্বীপের মালেতে শুরু হওয়া চতুর্থ সাউথ এশিয়ান স্পিকার্স সামিটে যোগ দিয়েছেন।
আজ সকালে মালদ্বীপের রাজধানীতে দু’দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ‘চতুর্থ সাউথ এশিয়ান স্পিকার্স সামিটে অংশ নিতে মালে বিমান বন্দরে পৌঁছালে সে দেশের স্পিকার মোহাম্মদ নাশিদ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
পরে এক বৈঠকে মোহাম্মদ নাশিদ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী’র সাথে সম্মেলনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তথ্য-বাসস
আজকের বাজার/এমইচ