চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

২০১৭ সালের চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত ও মৌখিক পরীক্ষার ফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার, ২৭ নভেম্বর বিকেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

চূড়ান্তভাবে সর্বমোট ১৮ হাজার ৩১২ জন প্রার্থী চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে ৫৫৪ জন (পুরুষ ৪০৭ ও নারী ১৪৭) স্কুল-২ পর্যায়ে, ১৪ হাজার ১৭৮ জন (পুরুষ ৯ হাজার ৬৬২ ও নারী ৪ হাজার ৫১৬) স্কুল পর্যায়ে এবং ৩ হাজার ৫৮০ জন (পুরুষ ২ হাজার ৭৭ ও নারী ১ হাজার ৫০৩) কলেজ পর্যায়ে উত্তীর্ণ হয়েছেন।

চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে ২৩টি, স্কুল-২ পর্যায়ে ২৩টি এবং কলেজ পর্যায়ে ৩৫টি বিষয়ে পরীক্ষা নেয়া হয়।

পরীক্ষার ফল http://ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। তাছাড়াও মোবাইল অপারেটর টেলিটক থেকে কৃতকার্য প্রার্থীদের ফল এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

আজকের বাজার/এমএইচ