চনমনে মেজাজে টাইগার শিবির, বাধা ভারত!

শ্রীলংকায় চলমান নিদাহাস ট্রফিতে এটি যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে, যে দল টস জিতেছে, তারা আগে ফিল্ডিং নিচ্ছে। শেষ পর্যন্ত টসজয়ী দলই জয় নিয়ে মাঠ ছাড়ছে। পরে ব্যাট করেই সব জয় আসছে।

নিজেদের প্রথম ম্যাচে টস হারে বাংলাদেশ। ওই ম্যাচে ভারতের কাছে বাজেভাবে হেরে নিদাহাস ট্রফি অভিযান শুরু হয় টাইগারদের। দ্বিতীয় ম্যাচে টস জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। পরে ব্যাট করে লংকানদের ছুড়ে দেওয়া ২১৫ রানের টার্গেটও দুর্দান্তভাবে ধরে ফেলে বাংলাদেশ। তুলে নেয় ঐতিহাসিক জয়।

রেকর্ডগড়া জয়ে এখন চনমনে মেজাজে আছেন মুশফিক-তামিমরা। এবার তাদের বাধা ফের ভারত। এ ম্যাচ জিতলেই ফাইনালের পথে এগিয়ে যাবে টাইগাররা। সেই আত্মবিশ্বাস নিয়ে আজ বুধবার রোহিত বাহিনীর বিপক্ষে নামছেন তারা।

এ ম্যাচেও টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গতকাল ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে তাই মাহমুদউল্লাহ বলেছেন, টস খুবই গুরুত্বপূর্ণ। প্রতি ম্যাচেই পরে ব্যাট করা দল জয় নিয়ে মাঠ ছাড়ছে। গত ম্যাচের চেয়েও উইকেট আরো ব্যাটিংবান্ধব হতে পারে। ব্যাটসম্যানদের জন্য ব্যাট করাটা সহজ হতে পারে। তাই টস খুবই ভাইটাল। টস জিততে পারলে ফল আমাদের পক্ষে থাকতে পারে।

এদিন প্রেমাদাসার উইকেট কিছুটা ভেজা থাকতে পারে! কয়েক দিন ধরেই থেমে থেমে টিপ টিপ বৃষ্টি হচ্ছে সেখানে। তাই প্রথম দিকে বল হালকা সুইং ও মুভমেন্ট করতে পারে। এতে প্রথমে ব্যাটিং করা কষ্টসাধ্য হয়ে উঠতে পারে। তা আমলে নিলেও টস জয় গুরুত্বপূর্ণ।

আজকেরবাজার/এস