চবির শাটল ট্রেন ও মালবাহী ওয়াগনের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

চট্টগ্রামের ষোলশহর রেল স্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন ও মালবাহী ওয়াগনের মুখোমুখি সংঘর্ষে লোকো মাস্টারসহ অন্তত তিনজন আহত হয়েছেন। বুধবার সকাল সোয়া ১০টার দিকে শার্টল ট্রেনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শহরে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সকালে চবি শাটল ট্রেনের সাথে রেলওয়ের মালবাহী ওয়াগনের মুখোমুখি সংঘর্ষে কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এতে শাটল ট্রেনের লোকো মাস্টারসহ তিনজন হন। সূত্র:ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান