চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি)শিক্ষার্থী বহনকারী একটি বাস উল্টে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক)হাসপাতালে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হাটহাজারীর মনিয়াপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি ফটিকছড়ি থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে শিক্ষার্থীদের নিয়ে আসছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসএম মনিরুল হাসান দুর্ঘটনায় ২৫ শিক্ষার্থী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাসুদ আলম জানান, ফটিকছড়ি থেকে ছেড়ে আসা বিআরটিসির বাসটি হাটহাজারীর মনিয়াপুরের চেয়ারম্যানঘাটা এলাকায় এলে অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হন। এর মধ্যে ১২ জনকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান