ভোলা জেলার চরফ্যাসন উপজেলার তেতুলিয়া নদী থেকে পাচারের সময় ১২০ মণ জাটকা (ছোট ইলিশ) জব্দ করেছে কোষ্ট গার্ড দক্ষিণ জোন সদস্যরা। শনিবার গভীর রাতে তেতুলিয়ার চরবিশ্বাস এলাকা থেকে একটি ট্রলার বোঝাই জাটকা উদ্ধার হয়। তবে এসময় কাউকে আটক সম্ভব হয়নি।
কোষ্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডর (আউটপোষ্ট চরমানিকা) মো: আলমগির হোসেন জানান, নদীতে টহলকালীন সময়ে সন্দেহ হলে ট্রলারটি ধাওয়া করা হয়। এসময় ট্রলারে থাকা পাচারকারীরা পালিয়ে যায়। জব্দ জাটকা সকাল ১০টায় বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে। এছাড়া উদ্ধারকৃত ট্রলারটি উপজেলা প্রশাসনের জিম্মায় রাখা হয়েছে।
আজকের বাজার/লুৎফর রহমান