চরফ্যাসনে ৭টি স্লুইসগেট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

জেলার চরফ্যাসন উপজেলার চর কুকরি-মুকরি এলাকায় আজ ৪৭ কোটি টাকা ব্যয়ে ৭টি স্লুইসগেট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় কুকরি-মুকরির হাজিপুর এলাকায় ভিত্তি প্রস্তর করেন স্থানীয় (ভোলা-৪) সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। তেতুলিয়া নদীর ভাঙ্গন হতে বক্সি লঞ্চঘাট থেকে বাবুরহাট লঞ্চঘাট পর্যন্ত নদী তীর সংরক্ষণ ও কুকরি-মুকরি দ্বীপের বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের মাধ্যমে আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে এ উন্নয়ন কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, পানি উন্নয়ন বোর্ড বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম সরকার, ভোলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাবুল আক্তার, পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ, চরফ্যাসন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন উপস্থিত ছিলেন। পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, এ প্রকল্পের মাধ্যমে কুকরি-মুকরিতে ৬টি স্লুইসগেট ও বাবুর হাটে ১ টি স্লুইসগেট নির্মিত হবে। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান