চর্তুদশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা শুক্রবার

চর্তুদশ বেসরকারি শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা আগামীকাল শুক্রবার শুরু হবে। পরীক্ষা চলবে আগামী শনিবার পর্যন্ত। শুক্রবার স্কুল ও স্কুল-২ এবং শনিবার কলেজ পর্যায়ের এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে সকাল ৯টায়। চলবে ১২টা পর্যন্ত।

দেশের ৮টি বিভাগীয় শহরে (রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ) এক যোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
স্কুল ও স্কুল-২ এবং কলেজ উভয় পর্যায়ের পরীক্ষাতেই ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। পাশ করতে হলে পরীক্ষার্থীকে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট চর্তুদশ বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পাসের হার ছিলো ২৬ দশমিক শুন্য ২ শতাংশ।

আজকের বাজার: আরএম/ এলকে ৭ ডিসেম্বর ২০১৭