দেশীয় চলচ্চিত্র শিল্পে অল্প সময়ে আলোচনায় জায়গা করে নেয়া নির্মাতা শামীম আহমেদ রনী ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন। নির্মাণ ছেড়ে দেয়ার পেছনে চলচ্চিত্র শিল্পের ভেতরকার কাঁদাছোড়া-ছুড়ি আর রাজনীতিকে দায়ী করেন তিনি।
বুধবার ১৬ আগস্ট মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরপর দুটি স্ট্যাটাসে তিনি চলচ্চিত্রের বিদায় নিয়ে কথা বলেন।
প্রথম স্ট্যাটাসে রনী বলেন, গুড বাই ফিল্ম ইন্ডাস্ট্রি। অনেক সহ্য করছি, আর সম্ভব না। এতো পলিটিক্স আর প্যাঁচ, যার যা খুশী ভাবুক, ভালো থাকুক।
ঘণ্টাখানেক পরে আরেকটি স্ট্যাটাসে রনী লিখেন, ‘আমি ফিল্ম ছাড়ছি আমার ব্যক্তিগত কারণে। কাজেই দয়া করে পরিচালক সমিতি বা সংশ্লিষ্ট কাউকে জড়াবেন না প্লিজ।’
প্রসঙ্গত, শাকিব খান অভিনীত বসগিরি ও মেন্টাল সিনেমা পরিচালনার মধ্যদিয়ে চলচ্চিত্র শিল্পে নির্মাতা হিসেবে নিজের কাজ আর যোগ্যতা প্রদর্শনে সক্ষম হন পরিচালক রনী। সবশেষ ‘রংবাজ’ সিনেমা নিয়ে এফডিসির রাজনীতি, নিষিদ্ধ, আলোচনা-সমালোচনা শেষে সিনেমাটির নির্মাণ থেকে গুটিয়ে নেন রনী।
এরপর বেশ কঠিন সময় পার করছিলেন এই সফল নির্মাতা। অবশেষে এমন বড় একটি সিদ্ধান্তের ঘোষণা দিলেন নিজেই।
আজকের বাজার: আরআর/ ১৭ আগস্ট ২০১৭