গত কয়েক বছর ধরে চলচ্চিত্র শিল্পের অবস্থান খুব একটা ভালো যাচ্ছে না। প্রতি বছর গড়ে ৬০ টি করে ছবি মুক্তি পেয়েছে কিন্তু বেশির ভাগই ছিল ফ্লপ। বছরে ৩ থেকে ৪ টি ছবি ঠিকঠাক ব্যবসা করতে পেরেছে।
এদিকে নানা বিতর্ক নিয়ে চলচ্চিত্র অঙ্গন ২০১৭ সালে ছিল ব্যাপক আলোচনায়। আর এই বিতর্কের মাঝেই বেশ কিছু ছবি ব্যবসা করবে বলে আভাস পাওয়া যাচ্ছে।
অন্যদিকে নতুন বছরে প্রযোজক ও পরিচালকরা বেশ নড়েচড়ে বসেছেন। নায়ক-নায়িকারাও ভালো ছবি করার জন্য মরিয়া হয়ে উঠেছে। সবমিলে হঠাৎ এই শিল্প অঙ্গনে ২০১৮ সালে জ্বলে ওঠার আভাস মিলছে।
তবে শেষ পর্যন্ত ফলাফল কি হয় তা জানার জন্য অপেক্ষা করতে হবে বাকি ১১ মাস।
আজকের বাজার: সালি / ১৮ জানুয়ারি ২০১৮