তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক রানা হামিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ক্যান্সার চিকিৎসাধীন অবস্থায় রানা হামিদ শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
ড. হাছান মাহমুদ আজ এক শোক বার্তায় চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি সেন্সর বোর্ড সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে পরিচালক হিসেবে রানা হামিদের দায়িত্ব পালনের কথা স্মরণ করেন। তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান