বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য পরিচালকদের ডিসকাউন্টে স্বাস্থ্যসেবা দিচ্ছে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল।
শনিবার বিএফডিসির স্টাডিরুমে পরিচালক সমিতি এবং হাসপাতাল কর্তৃপক্ষ এ সংক্রান্ত একটি চুক্তি করেছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন, সহ-সভাপতি মনতাজুর রহমান আকবর, ইনসাফ বারাকা হাসপাতালের মার্কেটিং এক্সিকিউটিভ হিরু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিচালক সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন বলেন, সমিতির তালিকাভুক্ত পরিচালক এবং তাদের পরিবারের সদস্যরা এ স্বাস্থ্যসেবা পাবেন।
তিনি ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল এ ধরনের চুক্তিতে এগিয়ে আসায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
চুক্তির আওতায় বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষায় ৪০ শতাংশ এবং ভর্তি পরবর্তী সেবার ক্ষেত্রে ১০ শতাংশ ডিসকাউন্ট থাকবে বলে জানানো হয়।
আজকের বাজার: সালি / ১১ ফেব্রুয়ারি ২০১৮