চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন করবেন পরীমনি

পরীমনি ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। ‘রানা প্লাজা’ (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল ‘আরো ভালোবাসবো তোমায়’, ‘মহুয়া সুন্দরী’ এবং ‘রক্ত’।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন দাতব্য ও সামাজিক কর্মকাণ্ডে জড়িয়েছেন তিনি। অসচ্ছলদের পাশেও বেশ কয়েকবার সহযোগিতার হাত বাড়াতে দেখা গেছে তাকে। এমনকি গত তিন বছর এফডিসিতে গরু কোরবানি দিয়েছেন।

এবার সেই কাজগুলোকেই সাংগঠনিকভাবে করার দৃঢ় প্রত্যয় নিয়েছেন তিনি। তাই নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেত্রী।

তবে জাতীয় বা স্থানীয় পর্যায়ের নির্বাচন নয়, সিদ্ধান্ত নিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির পরবর্তী নির্বাচন করার। অর্থাৎ সবকিছু ঠিক থাকলে পরীমনি আগামী বছর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন।

আজকের বাজার/এএল