চলছে বিসিএস নির্বাচন, লড়ছেন ৭৯ জন

দেশের তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে অন্যতম বড় সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০১৮-২০২০ সেশনের নির্বাচন শুরু হয়েছে। ধানমন্ডির বিসিএস ইনোভেশন সেন্টারে সকাল ১০টা থেকে সংগঠনটির নির্বাচনী কার্যক্রম চলছে।

এতে বিভিন্ন পদের জন্য সর্বমোট ৭৯ জন লড়ছেন। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ৭ পরিচালক পদের জন্য ১৬ জন  ও খুলনা শাখা কমিটির ৭ পরিচালক পদের জন্য ১৪ জন্য প্রার্থী লড়ছেন। যদিও কেন্দ্রীয় ও ৮টি শাখা কমিটি মিলে এবারের নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ৭৯ জন।

তবে আটটি শাখা কমিটির মধ্যে রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, যশোর, বরিশাল, ময়মনসিংহ এবং কুমিল্লায় ৭ জন করে প্রার্থী থাকায় তারা অঘোষিতভাবে নির্বাচিত হয়েই আছেন।

কেন্দ্রীয় কমিটির নির্বাচনে ১৬ প্রার্থীর মধ্যে ৭ জন করে দুটি প্যানেল ঘোষিত হয়েছে। আর স্বতন্ত্রে ২ জন। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯৩৮ জন।

বিসিএসের সাবেক সহ-সভাপতি ও কম্পিউটার সিটির সাবেক সভাপতি মজিবুর রহমান স্বপন ও বিসিএসের বর্তমান মহাসচিব ইঞ্জিনিয়ার সুব্রত সরকার দুটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন।

এমআর/