রানার অটোমোবাইলসের প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) লটারির ড্র অনুষ্ঠিত হচ্ছে আজ। রাজধানীর মতিঝিলের এজিবি কলোনীতে এই ড্র অনুষ্ঠিত হচ্ছে।
সকাল সাড়ে ১০টায় কোম্পানিটির আইপিও লটারির ড্র অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, রানার অটোমোবাইলসের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসাইন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজুল হক চৌধুরী, সিএফও নজরুল ইসলাম, কোম্পানি সচিব মিজানুর রহমান। এছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, উভয় স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, আইডিএলসি, লঙ্কাবাংলা ইনভেস্টমেন্ট, স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকারসহ বিভিন্ন কোম্পানির ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
উল্লেখ্য, এ কোম্পানির আইপিও আবেদনে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ২০ গুন আবেদন জমা পড়ে। কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি গবেষণা ও উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও খাতে ব্যয় করবে।