চলতি অর্থবছরের(২০১৯-২০) প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা হবে আগামী বুধবার। এদিন বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে মুদ্রানীতি ঘোষণা করা হবে।
রোববার কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
প্রতিবছর দুইবার মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। একবার বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতে। আরেকবার বছরের মাঝামাঝিতে অর্থাৎ জুলাই মাসে।
মুদ্রানীতি দেশের দারিদ্র্য বিমোচন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে বড় ভূমিকা রাখে। তবে, মুদ্রানীতির আরেকটা কাজ হলো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা। মুদ্রানীতির বিভিন্ন সূচকের লক্ষ্যমাত্রা প্রক্ষেপণের মাধ্যমে পরবর্তী ছয় মাসে দেশের সার্বিক গতি প্রকৃতি নির্ধারণ করা হয়।
আজকের বাজার/এমএইচ