অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত চলতি অর্থবছরেও জিডিপির প্রবৃদ্ধির হার ৭ এর উপরে থাকবে উল্লেখ করে বলেন, জিডিপি গত বছরের তুলনায় কিছুটা বাড়বে। যদিও পরিকল্পনা কমিশনের লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫ শতাংশ।
শুক্রবার সন্ধ্যায় সিলেট কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট অঞ্চলের বিশেষ লিখন হরফ নাগরী লিপি নিয়ে আয়োজিত বই উৎসবের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, গত অর্থবছরে প্রবৃদ্ধির হার সাত দশমিক দুই আট অর্জিত হয়েছিল। এবার কমপক্ষে ৭.৩২ হবে।
নির্বাচনী বছরে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক অবস্থায়ও প্রবৃদ্ধি বাড়ার পক্ষে রয়েছে, সামনের দিনগুলোতেও রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল হবার কোনো সুযোগ নেই।
এর আগে অনুষ্ঠানে বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে জ্ঞান চর্চাকে গুরুত্ব দিতে হবে। সেজন্য দেশব্যাপী পাঠাগার আন্দোলনকে জোরদার করতেই হবে।
আজকের বাজার: সালি / ১৯ জানুয়ারি ২০১৮