চলতি ২০১৭-১৮ অর্থবছরেই দেশের জিডিপি প্রবৃদ্ধি ৭.৭৮ শতাংশে পৌঁছবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৭ জুন) জাতীয় সংসদে বিরোধী দলীয় সংসদ সদস্য ফখরুল ইমামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, চলতি অর্থবছরেই জিডিপি প্রবৃদ্ধি ৭.৭৮ শতাংশ পৌঁছবে, যা হবে দেশের ইতিহাসে সর্বোচ্চ।
তিনি আরো বলেন, ২০০৫-০৬ অর্থবছরে দেশের জিডিপি ছিল ৭২ বিলিয়ন মার্কিন ডলার। ২০১৭-১৮ অর্থবছরে সেই জিডিপি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৭৪ বিলিয়ন ডলারে।
সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বার্ষিক গড় জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৭.৪ শতাংশ নির্ধা্রণ করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ২০২০ সালে জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীত হবে।
নিজের সরকারের বিভিন্ন সফলতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০০৬ সালে দেশের বৈদেশিক মূদ্রার রিজার্ভ ছিল ৩.৪৮ বিলিয়িন ডলার, ২০১৭-১৮ অর্থবছরে রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৩.৪১ বিলিয়ন ডলার।
তিনি আরো বলেন, ২০০৬ সালে মানুষের মাথা পিছু আয়ের পরিমান ছিল মাত্র ৫৪৩ মার্কিন ডলার, বর্তমানে তার পরিমান ১ হাজার ৭৫২ ডলার।
দারিদ্র্য হ্রাস পেয়েছে জানিয়ে সরকার প্রধান বলেন, বর্তমানে দারিদ্র্যের হার ২২ শতাংশ। ২০০৫-০৬ অর্থবছরে এ হার ছিল ৪১.৫ শতাংশ।
এছাড়াও ২০০৬ সালে যেখানে রপ্তানির পরিমান ছিল ১০.৫ বিলিয়ন ডলার, সেখানে বর্তমানে রপ্তানির পরিমান ৩৪.৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
আজকের বাজার/এমএইচ