১৭ বল, ৮ রান, ৭ উইকেট সোমবার মোহালিতে ধরাশায়ী দিল্লি! যার কারিগর বছর কুড়ির ইংলিশ পেসার৷ ২০১৯ আইপিএলে প্রথম হ্যাটট্রিক৷ সেই সঙ্গে প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে আইপিএলের ইতিহাসে হ্যাটট্রিকের নজির গড়লেন কিংস ইলেভেন পঞ্জাবের স্যাম কারেন৷
মাত্র ২.২ ওভারে ১১ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে দিল্লি ক্যাপিটালসকে একাই শেষ করে তরুণ ইংরেজ বাঁ-হাতি পেসার৷ কারেনের ধাক্কায় নিশ্চিত জয় থেকে ম্যাচ হেরে বসে সৌরভ-পন্টিংয়ের দিল্লি৷ ১৬৭ রান তাড়া করে চার উইকেটে ১৪৪ রানে থেকে ১৫২ রানে অল-আউট দিল্লি ক্যাপিটালস৷ ১৪ রানে স্বপ্নের জয় কিংস ইলেভেন পঞ্জাবের৷
দিল্লি ইনিংসের ১৮তম ওভারের শেষ ডেলিভারিতে হর্ষদ প্যাটেলের উইকেট নেন কারেন৷ তার পর ইনিংসের শেষে ওভারের প্রথম দু’টি ডেলিভারিতে কাগিসো রাবাদা ও সন্দীপ লামিছানের উইকেট নিয়ে দ্বাদশ আইপিএল প্রথম হ্যাটট্রিক করার পাশপাশি প্রথম ইংরেজ ক্রিকেটার হিসেবে আইপিএলে হ্যাটট্রিকের নজির করেন কারেন৷
শুক্রবার চলতি আইপিএলে প্রথম সেঞ্চুরি এসেছে রাজস্থান রয়্যালসের বছর চব্বিশের তরুণ সঞ্জু স্যামসনের ব্যাট থেকে৷ আর সোমবার প্রথম হ্যাটট্রিক এল বছর কুড়ি কারেনের হাত থেকে৷ উপলে সানরাইজার্স হায়দরাবাদের বিুরুদ্ধে ৫৫ বলে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেন সঞ্জু৷ যদিও স্যামসনের সেঞ্চুরিতেও জিততে পারেনি রয়্যালস৷ কারণ ডেভিড ওয়ার্নারের বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচ জিতে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ৷ কিন্তু এদিন কারেনের হ্যাটট্রিকে দুরন্ত জয় ছিনিয়ে নেয় কিংস ইলেভেন৷
চলতি আইপিএলেই অভিষেক হয় ইংল্যান্ডের এই বছর কুড়ির ডানহাতি অল-রাউন্ডারের৷ প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অভিষেকে ৫২ রান খরচ করে নিয়েছিলেন মাত্র দু’টি উইকেট৷ কিন্তু এদিন ১৪ বলে ১১ রান খরচ করে তুলে নেন দিল্লির চারটি উইকেট৷ তাঁর বিধ্বংসী বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে দিল্লির ইনিংস৷
ক্রিস গেইল না-থাকায় এদিন লোকেশ রাহুলের সঙ্গে ব্যাট হাতে পঞ্জাবের ইনিংস শুরু করেছিলেন কারেন৷ ১০ বলে একটি ছক্কা ও তিনটি বাউন্ডারির সাহায্য ২০ রান করার পর বল হাতে দিল্লি ব্যাটসম্যানদের সামনে বিভীষিকা হয়ে ওঠেন তিনি৷ গত বছর ভারতের ইংল্যান্ড সফরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল কারেনের৷ অভিষেকেই নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন সারের এই ক্রিকেটার৷ আর আইপিএলেও প্রথম দু’ম্যাচের মধ্যে হ্যাটট্রিক করে তাঁর দাম বুঝিয়ে দেন কারেন৷