নেপালে চলমান ১৩তম দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ গেমস) বাংলাদেশের হয়ে সোমবার তায়কোয়ান্দোতে প্রথম সোনা জিতেছেন দিপু চাকমা।
দিপু ভারত, পাকিস্তান ও নেপালের প্রতিযোগীদের হারিয়ে সাদোবাতো স্পোর্টস কমপ্লেক্সে ২৯ বছর বয়সের বেশি ক্যাটাগরিতে পুমসে তায়কোয়ান্দো ইভেন্টে বাংলাদেশের হয়ে প্রথম সোনা জিতে নিয়েছেন।
রাঙ্গামাটিতে জন্ম নেয়া এ খেলোয়াড় ইভেন্টে ১৬.২৪ পয়েন্ট নিয়ে প্রথম হয়েছেন। এতে শ্রীলঙ্কার লক্ষ্মণ আইয়ানডারিগে ৮.২২ পয়েন্ট নিয়ে রোপ্য এবং ৮.১৪ পয়েন্ট নিয়ে ভারতের গাঙ্গপাঙ্গ গাংসা ব্রোঞ্জ জিতেছেন।
আজকের বাজার/লুৎফর রহমান