চলতি ২০১৬-১৭ এবং আগামী ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি নিয়ে সরকারের আশার সঙ্গে ভিন্ন মত বিশ্বব্যাংকের।
সরকারের আশা চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশকে ছাড়িয়ে যাবে। তবে আজ সোমবার বিশ্ব ব্যাংক বলেছে,চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হবে। এ ছাড়া আগামী ২০১৭-১৮ অর্থবছরে প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশ হবে বলছে সংস্থাটি।
যদিও ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধি ৭ দশমিক ৪ শতাংশ হবে বলে ধরেছেন অর্থমন্ত্রী।
বিশ্বব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টসে’ বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। এখানে চলতি ও আগামী অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলনের এই হার ধরা হয়েছে।
উল্লেখ, গত অর্থবছরে (২০১৫-১৬) প্রবৃদ্ধি ৭ দশমিক ১ শতাংশ থাকবে বলে পূর্বাভাস দিয়েছিল বিশ্বব্যাংক। অর্থবছর শেষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে তা দাঁড়িয়েছিল ৭ দশমিক ১১ শতাংশে।
বিবিএসের সর্বশেষ হিসাবে বলা হয়, ২০১৬-১৭ অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ২৪ শতাংশে থাকবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও প্রবৃদ্ধি ৭ শতাংশ ছাড়ানোর কথা জানিয়েছেন।
তবে সব বিশ্লেষণ করে প্রবৃদ্ধি প্রাক্কলন ৬ দশমিক ৮ শতাংশেই স্থির রেখেছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক বলছে, নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেও চলতি বছর বাংলাদেশে ভালো প্রবৃদ্ধি হয়েছে কৃষি ও সেবা খাত চাঙা থাকার কারণে। সেই সঙ্গে অভ্যন্তরীণ চাহিদা ও শিল্প উৎপাদনের পরিস্থিতিও এখন ভালো।
বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশের প্রবৃদ্ধি পূর্বাভাস শক্ত অবস্থানেই থাকছে। আগামী অর্থবছরগুলো অর্থাৎ ২০১৮-১৯ থেকে ২০১৯-২০ অর্থবছরে প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশের মধ্যে থাকবে।
আজকের বাজার:এলকে/এলকে/৫জুন ২০১৭