চলতি বছরেই আঞ্চলিক সংযোগ মহাসড়কের কাজ শেষের আশা

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী উন্নয়ন তহবিল (এডিএফডি) এর অর্থায়নে বাংলাদেশে ইতোমধ্যে বেশ কিছু প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এর মধ্যে আছে উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার (সাসেক) আওতায় দক্ষিল এশীয় আঞ্চলিক সংযোগ মহাসড়ক। আশা করা হচ্ছে চলতি বছরের শেষ নাগাদ এই মহাসড়কের কাজ শেষ হবে।

৭০ কিলোমিটার দীর্ঘ চার লেনের এই মহাসড়কটি দক্ষিণ এশিয়ার চারটি দেশকে যুক্ত করবে। সড়কটির ২২ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছে অর্থদাতা সংস্থা এডিএফডির মহাপরিচালক সাইফ আল সোয়াইদি।

আমিরাতের গালফ নিউজের খবরে বলা হয়েছে, ২০১৩ সালে দক্ষিণ এশীয় উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার (সাসেক) আওতায় সংযোগ সড়ক বাস্তবায়নে ১১০ মিলিয়ন দিরহাম দিয়েছে।

৭০ কিলোমিটার দীর্ঘ চার লেনের এই মহাসড়কটি বাংলাদেশে, ভারত, নেপাল ও ভুটনাকেও সংযুক্ত করবে। মহাসড়কটির উন্নয়ন হলে চারটি দেশের ১ কোটি ৮০ লাখ টন মালামাল বহন করা যাবে। এতে এসব দেশের মধ্যে আন্তঃবাণিজ্য বাড়বে।

এদিকে গালফ নিউজের খবরে বলা হয়েছে, বাংলাদেশের নয়টি উন্নয়ন প্রকল্পে এডিএফডি ৭০ কোটি দিরহাম বা ১৫০৬ কোটি টাকার বেশি অর্থায়ন করেছে। দেশের শিল্প, জ্বালানি ও অবকাঠামো খাতের উন্নয়নে অনুদান ও সহজ শর্তে ঋণ হিসেবে এই অর্থ দিয়েছে আমিরাতের এই উন্নয়ন তহবিল।

এডিএফডির মহাপরিচালক সাইফ আল সোয়াইদির বরাত দিয়ে গালফ নিউজের এক খবরে বলা হয়েছে, বাংলাদেশ সরকার তার দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে এই অর্থ ব্যয় করছে।

সাইফ আল সোয়াইদি বলেন, উন্নয়নশীল বিশ্বকে এগিয়ে নেওয়ার জন্য এডিএফডি সারা বিশ্বে যে অর্থ সহায়তা দিয়ে থাকে তার আওতায়ই বাংলাদেশকে এই অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রের উন্নয়নেও এডিএফডির অর্থের একটি অংশ ব্যয় হচ্ছে। গালফ নিউজের খবরে বলা হয়েছে বিদ্যুৎ উৎপাদনের যে প্রকল্পগুলোতে এডিএফডি অর্থ দিয়েছে সেগুলোর হাতে নেওয়া হয়ে হয়েছে তার ৯০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

উল্লেখ, বাংলাদেশের জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে আবু ধাবি সরকার এবং এডিএফডি ১৯৭৬ সাল থেকে সহায়তা করে আসছে।

আজকের বাজার:এলকে/এলকে/৭ মে,২০১৭