চলতি বছরেই চীন সফর করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৩ আগস্ট বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং বেইজিংয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, চীনের জাতীয় কাউন্সিলর ইয়াং চিয়ে ছি ওয়াশিংটনে স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডোনাল্ড ট্রাম্প আাগামী নভেম্বরে চীন সফরে আসতে পারেন বলে বিদেশি গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, সে সম্পর্কে এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, চীনের জাতীয় কাউন্সিলর জ্যামাইকা সফরশেষে যুক্তরাষ্ট্রে তার সংক্ষিপ্ত অবস্থানের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্টের চীন সফরসম্পর্কিত তথ্য নিশ্চিত করেন ইয়াং চিয়ে ছি।
সূত্র : সিআরআই
আজকের বাজার : এমএম / ১৩ সেপ্টেম্বর ২০১৭