আগামী নির্বাচনের আগেই বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য আইন করতে যাচ্ছে সরকার। শনিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে এক অনুষ্ঠানে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মন্ত্রী বলেন, নানা অনিয়মের কারণে গেল ৪ বছরে ৮টি মেডিকেল কলেজ বন্ধ করে দেয়া হয়েছে। নীতিমালা থাকলেও আইন না থাকায় অনেক মেডিকেল কলেজে নানা অনিয়ম আছে বলে মন্তব্য করেন তিনি। স্বাস্থ্য মন্ত্রী জানান, চলতি বছরেই ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। মফস্বল এলাকায় কমপক্ষে দুই বছর দায়িত্ব পালনের আগে বদলি হতে পারবেন না তারা।
মেডিকেল কলেজের প্রশ্নপত্র কখনো ফাঁস হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রশ্নফাঁসের মহামারী ঠেকাতে স্বাস্থ্যবিভাগের সহায়তা নিতে পারে শিক্ষা মন্ত্রণালয়।
আজকের বাজার : আরএম/১৭ ফেব্রুয়ারি ২০১৮