বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে ২০১৮ সালের হজ চুক্তি আগামী ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদ ভবনে বুধবার ৩ জানুয়ারি অনুষ্ঠিত ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়। এটি ছিল দশম জাতীয় সংসদে এ কমিটির ধর্ম বিষয়ক ৩১তম বৈঠক।
কমিটির এ বৈঠকে চিহ্নিত প্রতারক হজ এজেন্সিগুলো যাতে হাজি পাঠাতে না পারে- তা নিশ্চিত করার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি বজলুল হক হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য হাবিবুর রহমান মোল্লা, এ.কে.এম.এ আউয়াল (সাইদুর রহমান), সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মোঃ মকবুল হোসেন এবং মোহাম্মদ আমির হোসেন অংশগ্রহণ করেন।
কমিটি চিহ্নিত প্রতারক হজ্জ এজেন্সিগুলো যাতে হাজী প্রেরণ করতে না পারে- তা নিশ্চিত করার সুপারিশ করে।
বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের সচিব, ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজকের বাজার:এলকে/ ৪ জানুয়ারি ২০১৮