চলতি বছরে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৯ শতাংশে পৌঁছবে বলে আইএমএফ এর এক প্রাক্কলনে উঠে এসেছে। সুইজারল্যান্ডের ডাবোসে শুরু হওয়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের ৪৮তম বার্ষিক বৈঠককে সামনে রেখে গত সোমবার সর্বশেষ এ প্রাক্কলন ঘোষণা করা হয়েছে।
আইএমএফের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক কার্যক্রম দৃঢ়তর হচ্ছে। ২০১৭ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৭ শতাংশে পৌঁছে। যা ২০১৬ সালের প্রাক্কলনের চেয়ে ০.১ শতাংশ বেশি এবং গড় প্রাক্কলনের চেয়ে ০.৫ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রবৃদ্ধির এ গতির ভিত্তি প্রশস্ত, যার মধ্যে ইউরোপ ও এশিয়াতে লক্ষণীয় গোলমেলে ভাব দেখা গেছে।
২০১৮ ও ২০১৯ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ০.২ শতাংশ বেড়ে ৩.৯ শতাংশ সংশোধিত আকারে প্রকাশিত হয়েছে। সংশোধিত নতুন এ প্রবৃদ্ধিতে বৈশ্বিক উন্নয়নের প্রতিফলন ঘটেছে এবং যুক্তরাষ্ট্রের নতুন টেক্স নীতি পরিবর্তনে এর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।
আজকের বাজার:এলকে/ ২৩ জানুয়ারি ২০১৮