চলতি বছরে ২২ হাজার পর্ন সাইট বন্ধ করেছে চীন

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণের দিকে নজর দিয়েছে চীন। তাই চলতি বছরের শেষ কয়েকমাস ধরে একের পর এক বন্ধ করছে পর্ন ওয়েবসাইট। পর্ন সাইটগুলো বন্ধ করতে করতে এর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজারে।

বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর সিনহুয়ার।

চীনের ‘ন্যাশনাল অফিস এগেইনস্ট পর্নোগ্রাফি এন্ড ইলিগাল পাবলিকেশন্স’ আরও জানিয়েছে, ২২ হাজার ওয়েবসাইটের বাইরেও সাড়ে ১৭ লাখ ভিডিও- পেইজ বা ছবি যেগুলো পর্ণগ্রাফির সংজ্ঞায় পড়ে- তাও ডিলিট করা হয়েছে।

দেশটির একজন কর্মকর্তা বলেছেন, পর্নগ্রাফি নিয়ন্ত্রণে তাদের চেষ্টা যথেষ্ট সফল হলেও এখনও অনলাইনে অনেক কন্টেন্ট আছে যেগুলো আপত্তিকর।

তিনি জানান, পর্নের বিরুদ্ধে তাদের অভিযান চলতে থাকবে।

রাসেল/