চলতি বছর মালিতে সাম্প্রদায়িক দাঙ্গায় অন্তত ২৮৯ জন নিহত হয়েছেন। খবর আল জাজিরার।
মঙ্গলবার (১৭ জুলাই) এ তথ্য দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়।
আল জাজিরার খবরে বলা হয়, মালিতে সাম্প্রতিক মাসগুলোতে সাম্প্রদায়িক দাঙ্গা তীব্র আকার ধারণ করেছে। এতে প্রাণ হারাচ্ছে অজস্র মানুষ। এসব দাঙ্গার বেশিরভাগই ঘটছে দেশটির মোপতি শহর ও এর নিকটবর্তী অঞ্চলে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের মুখপাত্র রুপার্ট কলভিল মঙ্গলবার এসব কথা জানান।
তিনি আরও বলেন, এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ৯৯টি সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটেছে। বিশেষ করে মে মাস থেকে এসব দাঙ্গা তীব্র আকার ধারণ করেছে।
দাঙ্গায় নিহতদের অর্ধেকেরও বেশি বেসামরিক মানুষ মে মাস শুরু হওয়ার পর থেকেই প্রাণ হারিয়েছেন।
আজকের বাজার/একেএ