চলতি বছর দশ লাখ পর্যটক মালদ্বীপ সফর করেছে। দেশটির পর্যটন মন্ত্রণালয় সোমবার এ কথা জানিয়ে বলেছে, বিমানবন্দরে রোববার দশ লাখতম পর্যটক এসে পৌঁছালে তাকে বিপুল সংবর্ধনা দেওয়া হয়।খবর সিনহুয়া’র।
দশ লাখতম এই পর্যটক একজন পুরুষ। তিনি তার স্ত্রীকে নিয়ে মালদ্বীপে হানিমুন করতে আসেন। ওই দম্পতিকে বিনামূল্যে রিসোর্টে থাকতে দেওয়া হয়েছে। এছাড়া বিনামূল্যে সী-প্লেন ভ্রমণ ও ইন্টারনেট প্যাকেজ সরবরাহ করা হয়েছে। উপ-পর্যটন মন্ত্রী হোসেন লিরার একথা জানিয়েছেন।
ওই দম্পতিকে দেশটির প্রধান আন্তর্জাতিক বিমান বন্দরে সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে স্বাগত জানানো হয়।
মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয় ২০১৫ সাল থেকে দশ লাখতম পর্যটকের আগমন উপলক্ষে সংবর্ধনা দিয়ে আসছে।
সরকারি পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের জুলাই পর্যন্ত দেশটিতে আট লাখ ৪৮ হাজার ৮শ ৪৭ পর্যটকের আগমন ঘটেছে। যা গত বছর একই সময়ের তুলনায় ১০ দশমিক এক শতাংশ বেশি। ২০১৭ সালের একই সময়ে মালদ্বীপে সাত লাখ ৭০ হাজার ৭শ ১৫ পর্যটক এসেছিল।
আজকের বাজার/এএল