চলতি মাসেই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সে লক্ষ্যে কাজ করছে শিক্ষাবোর্ডগুলো। এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষাবোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক। তিনি বলেন, ফল প্রকাশের পরপরই একাদশে ভর্তি প্রক্রিয়া শুরু হবে।
সূত্র জানায়, ৬ জুন থেকে ভর্তি কার্যক্রম শুরু করবে কলেজগুলো। এই ভর্তি কার্যক্রম চলবে ২৪শে জুলাই পর্যন্ত। ১৬ই আগস্ট থেকে ক্লাস চালু হতে পারে।
জিয়াউল হক আরও বলেন, সাধারণ ছুটি ঘোষণার পর প্রধান পরীক্ষকরা ওএমআর শিট নিয়ে বোর্ডে আসতে পারছিলেন না। এতে ফলাফল প্রকাশের কাজ আটকে ছিলো। তবে পোস্ট অফিসগুলো খোলার পর ১০ই মে’র মধ্যে ওএমআর শিট ডাকযোগে পাঠাতে নির্দেশনা প্রদান করা হয়। ৯০ শতাংশ ওএমআর বোর্ডে চলে এসেছে। এগুলো স্ক্যান করতে করতে বাকিগুলোও চলে আসবে। আগামী মাসেই অনলাইনে একাদশে ভর্তি কার্যক্রম শুরু করবো আমরা।