ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, চলতি মাসের শেষ সপ্তাহে পুরান ঢাকায় পরীক্ষামূলকভাবে চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে।
সোমবার দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত ‘বাস রুট রেশনালাইজেসন’ বিষয়ে গঠিত স্টিয়ারিং কমিটির এক সভায় মেয়র এ কথা বলেন।
তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন এবং ডেঙ্গু পরিস্থিতির কারণে এ কমিটির সভা চললেও কার্যক্রম কিছুটা স্তিমিত হয়ে পড়েছিল। তবে এখন পুরোদমে কাজ চলছে। আশা করছি, আগামী মার্চ মাস নাগাদ বাস রুট সংখ্যা চূড়ান্ত করা সম্ভব হবে। ইউএনবি
আজকের বাজার/লুৎফর রহমান