বছরের শুরুতেই সুপারমুন চাক্ষুষ করবে গোটা বিশ্ব। নাসার তরফে জানানো হয়েছে চলতি সপ্তাহেই দেখা যাবে এই সুপার মুন। কাজেই তৈরি রাখুন টেলিস্কোপ। নাসার তরফে জানানো হয়েছে, এই শুক্রবার থেকেই আকাশে দেখা যাচ্ছে উজ্জ্বল ও বড় আকারের চাঁদ। সুপার মুন পূর্ণ আকার ধারণ করবে আগামী রবিবার। এবং সেদিনই ভারতীয় সময় দুপুর ১.০৩ মিনিটে সম্পূর্ণ দেখা যাবে সুপার মুন।
বেশ কিছু অনলাইন ওয়েবসাইটের লাইভ স্ট্রিমিং-এ সুপারমুন দেখতে পারেন ভারতীয়রা। irtual Telescope Project 2.0- দেখা যাবে লাইভ।
পৃথিবীর একেবারে কাছে চাঁদের কক্ষপথ চলে এলে সেই পূর্ণিমার চাঁদ হয়ে ওঠে সুপার মুন। কেউ যদি এই মাসের সুপার মুন দেখা মিস করে যান, তাহলে আগামী মাসের ৯ মার্চ ফের দেখতে পাবেন সুপার মুন। এরপর আবার সুপার মুন দেখা যাবে ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারিতে।