চলতি সপ্তাহ থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের জন্য কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। মঙ্গলবার ২৬ ডিসেম্বর সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সোমবার সন্ধ্যায় আমরণ অনশন চালিয়ে আসা শিক্ষকদের অনশন ভাঙান মন্ত্রী। এ সময় সমস্যা সমাধানে শিক্ষকদের আলোচনা টেবিলে বসার আহ্বান জানান তিনি।
প্রশিক্ষণপ্রাপ্ত প্রাধান শিক্ষকদের পরবর্তী গ্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত সরকারী শিক্ষকদের বেতন নির্ধারণের এক দফা দাবিতে গত শনিবার থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছিলেন সারা দেশ থেকে আসা হাজার হাজার শিক্ষক। এ কর্মসূচিতে ৪০ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন।
মন্ত্রী সাংবাদিকদের বলেন, শহীদ মিনার থেকে ফিরে সচিবকে নিয়ে বসেছিলাম। দাবিতে কী আছে না আছে, কোনটি যৌক্তিক তা আলোচনার জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে বলেছি শিক্ষক প্রতিনিধিদের নাম পাঠানোর জন্য। শিক্ষক প্রতিনিধিদের নাম পাওয়ার পরে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে এ সপ্তাহেই আলোচনা শুরু করবো।
বর্তমানে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের চেয়ে তিন ধাপ নিচের স্কেলে বেতন পান প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকেরা। বর্তমানে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকেরা বেতন স্কেলের ১১ তম গ্রেডে (এই গ্রেডের শুরুর মূল বেতন ১২,৫০০ টাকা) বেতন পান। আর প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকেরা বেতন পান ১৪ তম গ্রেডে (এই গ্রেডের শুরুর মূল বেতন ১০,২০০ টাকা)।
আজকের বাজার: আরএম/আরআর/ ২৬ ডিসেম্বর ২০১৭